টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ




নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে আজ বৃহস্পতিবার টঙ্গীর গাজীপুরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টসের শ্রমিকরা। শ্রমিকদের রাস্তা অবরোধের কারনে ঢাকা-টঙ্গী-গাজীপুর- ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় পন্যবাহী শত শত যানবাহন রাস্তার দুদিকে আটকা পড়ে৷ টঙ্গী পূর্ব-পশ্চিম থানার ওসি এমদাদুল হক ও আমিনুল ইসলাম জনকণ্ঠকে জানান, টঙ্গীর কয়েকটি গার্মেন্টসের শ্রমিক তাদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে কারখানার কাজকর্ম ছেড়ে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। এ সমায় শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-টঙ্গী-গাজীপুর মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রাস্তায় বসে পড়ে। তাদের দাবি-দাওয়ার পক্ষে শ্লোগান দিতে থাকে। রাস্তার সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। দুপুর পর্যন্ত প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে শ্রমিকরা। দুর্ভোগে পড়েন রাস্তায় চলাচল করা শত শত যানবাহন ও যাত্রী সাধারণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের চেষ্টা করে কোন সমাধানে আসতে পারেনি। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জনকণ্ঠকে জানিয়েছেন, গার্মেন্টস মালিকদের সঙ্গে এ ব্যাপারে ফলপ্রসূ আলোচনায় শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধের ব্যবস্হা নেয়া হয়েছে এমন আশ্বাসে ৩ ঘন্টা পর শ্রমিকরা রাস্তার অবরোধ থেকে সরে আসে। উল্লেখ করা যেতে পারে, গত ৭ দিন ধরে টঙ্গী গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের বেতন-বোনাসের দাবিতে প্রতিদিন সড়ক মহাসড়কে নেমে আসছে।

Collected News :

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.