BGMEA –BKMEA প্রতি সবিনয় আবেদন






বর্তমান কঠিন সময়ে সবায় কে একসাথে থাকতে হবে  বাংলাদেশের মোট রপ্তানির ৮৪.২১% আয় আসে তৈরি পোশাক শিল্প থেকে। আর শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন কোটিরও বেশি মানুষ। তাদের পরিবারের কোটি মানুষ শিল্পের উপর নির্ভরশীল৷ এছাড়াও পোশাক শিল্প থেকে অর্জিত অর্থ মোবাইল ব্যাংকিং-রিচার্জ, বাড়িভাড়া প্রদান, বিদ্যুৎ পানি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসামগ্রী, নিত্যপণ্য, প্রসাধনী, বিনোদন, ইন্টারনেট খাতসহ অর্থনীতির প্রায় সকল খাতে অবদান রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে অবদান রেখে চলেছে।তাই দেশের মোট জিডিপির ১১.২৯% আয় আসে যাদের মাধ্যমে, এই কঠিন সময়ে সবার উচিত তার পাশে দাঁড়ানো।

গাজীপুর ,নারায়ণগঞ্জ ,ঢাকার বাড়ি ওলারা যদি আমাদের গার্মেন্টস শিল্পের শ্রমিক, কর্মকর্তা কর্মচারী দের বাড়ি বাড়া ৬০% নিয়ে আমাদের পাশে দারাত কত ভাল হত ।তারা কিন্ত গার্মেন্টস শিল্পের মানুষদের জন্যয় বাড়ির মালিক হয়েসেন গার্মেন্টস শিল্প না থাকলে বাড়ি ওলাদেরকে বাসা পতিত রাখতে হবে BGMEA ,BKMEA এর পক্ষ থেকে যদি বাড়ি ওলাদের প্রতি আবেদন জানান হত তাহলে গাজীপুর ,নারায়ণগঞ্জ ,ঢাকার বাড়ি ওলারা মানবিক হত

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ       
চেয়ারম্যান ,  এ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লি.


No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.