BGMEA –BKMEA প্রতি সবিনয় আবেদন
বর্তমান কঠিন সময়ে সবায় কে একসাথে থাকতে হবে । বাংলাদেশের মোট রপ্তানির ৮৪.২১% আয় আসে তৈরি পোশাক শিল্প থেকে। আর এ শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন ১ কোটিরও বেশি মানুষ। তাদের পরিবারের ৫ কোটি মানুষ এ শিল্পের উপর নির্ভরশীল৷ এছাড়াও পোশাক শিল্প থেকে অর্জিত অর্থ মোবাইল ব্যাংকিং-রিচার্জ, বাড়িভাড়া প্রদান, বিদ্যুৎ ও পানি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসামগ্রী, নিত্যপণ্য, প্রসাধনী, বিনোদন, ইন্টারনেট খাতসহ অর্থনীতির প্রায় সকল খাতে অবদান রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে অবদান রেখে চলেছে।তাই দেশের মোট জিডিপির ১১.২৯% আয় আসে যাদের মাধ্যমে, এই কঠিন সময়ে সবার উচিত তার পাশে দাঁড়ানো।
গাজীপুর ,নারায়ণগঞ্জ ,ঢাকার বাড়ি ওলারা যদি আমাদের গার্মেন্টস শিল্পের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী দের বাড়ি বাড়া ৬০% নিয়ে আমাদের পাশে দারাত কত ভাল হত ।তারা কিন্ত গার্মেন্টস শিল্পের মানুষদের জন্যয় বাড়ির মালিক হয়েসেন । গার্মেন্টস শিল্প না থাকলে বাড়ি ওলাদেরকে বাসা পতিত রাখতে হবে ।BGMEA ,BKMEA এর পক্ষ থেকে যদি বাড়ি ওলাদের প্রতি আবেদন জানান হত তাহলে গাজীপুর ,নারায়ণগঞ্জ ,ঢাকার বাড়ি ওলারা মানবিক হত ।
খন্দকার জাহিদুল ইসলাম মারুফ
চেয়ারম্যান , এ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লি.
No comments